কাবুলে সুপ্রিম কোর্টের কাছে আত্মঘাতী হামলায় নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

>>রয়টার্স
Published : 7 Feb 2017, 01:39 PM
Updated : 7 Feb 2017, 02:11 PM

আহত আরও ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য মন্ত্রণালয় । হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবারের এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। পুলিশ বলছে, আত্মঘাতী বোমা হামলাকারী আদালতের কর্মচারিদেরকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আদালত প্রাঙ্গনে গাড়ি রাখার জায়গায় হামলা চালানো হয়। দিনের কর্মঘণ্টা শেষে আদালতকর্মীরা ওই সময় বাড়ি যাওয়ার তোড়জোড় করছিলেন।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, “বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর আমি দৌড়ে সুপ্রিম কোর্টের গাড়ি রাখার জায়গায় যাই। আমার ভাই সেখানে চাকরি করে।”

“প্রচুর মানুষ হতাহত হয়েছে, যা খুবই দুর্ভাগ্যজনক।”

ঘটনাস্থল থেকে রয়টার্সের প্রতিনিধি জানান, সড়ক রক্তে ভেসে যাচ্ছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স হতাহতদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে।

গত মাসেই কাবুলে জোড়া বোমা হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়। জঙ্গি সংগঠন তালেবান ১০ জানুয়ারির ওই হামলার দায় স্বীকার করে।

এর আগে অতীতেও আফগানিস্তানের বিভিন্ন আদালতে তালেবান জঙ্গি হামলা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেটও কাবুলে অনেক হামলা চালিয়েছে।