সিরিয়ার ইদলিবে বিমান হামলায় নিহত ১৫

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরে বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 7 Feb 2017, 01:14 PM
Updated : 7 Feb 2017, 01:14 PM

সেখানে কয়েকমাসের মধ্যে মঙ্গলবারে চালানো এটিই সবচেয়ে বড় বিমান হামলা। অধিবাসী ও উদ্ধারকর্মীরা একথা বলেছে।

প্রায় ৮ টি হামলা হয়েছে এবং হামলাগুলো রাশিয়ার জঙ্গি বিমানই চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বেশকিছু মানুষ আহত হয়েছে এবং উত্তরপশ্চিমাঞ্চলীয় শহরটির আবাসিক এলাকায় কয়েকটি বহুতল ভবন ধ্বংস হয়েছে।

সেচ্ছাসেবী এক নাগরিক সুরক্ষা কর্মী ইসাম আল ইদলিবি বলেছেন, “আমরা এখনও ধ্বংসস্তপ থেকে লাশ টেনে বের করছি। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

দুই প্রত্যক্ষদর্শী বলেছে, ক্ষয়ক্ষতি এবং ধ্বংসের ব্যাপকতা দেখে বিমান হামলা রাশিয়ার চালানো বলেই মনে হয়েছে।

তবে মস্কো এ হামলার ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অভিযান শুরু করেছে রাশিয়া। এ দীর্ঘ সময়ে তারা বিভিন্ন শহর এবং গ্রাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।