ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল ‘বিশৃঙ্খলা উস্কে দেবে’ 

যুক্তরাষ্ট্রের দুটি রাজ্যের আইনজীবীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর আইনি বাধা তুলে নেওয়ার বিপক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, এ নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে “আবার বিশৃঙ্খলা শুরু হবে।”

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2017, 02:24 PM
Updated : 6 Feb 2017, 02:24 PM

ওয়াশিংটন এবং মিনেসোটার কাউন্সেলররা সান ফ্রান্সিসকোর ফেডারেল আপিল আদালতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর সাময়িক স্থগিতাদেশ বহাল রাখার আহ্বান জানিয়েছেন।

তাদেরকে সমর্থন দিচ্ছে প্রযুক্তি ফার্মগুলো। তারা বলছে এ নিষেধাজ্ঞা তাদের ব্যবসার জন্য ক্ষতিকর।

ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা সোমবারই এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানাবেন বলে মনে করা হচ্ছে।

৭ টি মুসলিম প্রধান দেশ থেকে নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করতে দেওয়ার ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর গত শুক্রবার স্থগিতাদেশ দেন সিয়াটলের ফেডারেল আদালতের এক বিচারক।

এ আদেশের ফলে বিষয়টি নিয়ে শুনানি পুরোপুরি না হওয়া পর্যন্ত ইরাক, সিরিয়া, লিবিয়া, ইরান, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

বিচারকের ওই স্থগিতাদেশের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ আদেশের ফলে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি করেছেন তিনি।