চর সন্দেহে চার জনের শিরশ্ছেদ আল শাবাবের

সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করছে সন্দেহে সোমালিয়ায় প্রকাশ্যে চার ব্যক্তির শিরশ্ছেদ করেছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব।

>>রয়টার্স
Published : 6 Feb 2017, 09:53 AM
Updated : 6 Feb 2017, 09:55 AM

সোমালিয়ার স্থানীয় বাসিন্দারা, প্রতিবেশী কেনিয়া এবং যুক্তরাষ্ট্র এ খবর জানিয়েছে। জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পর্কিত আল শাবাবও শিরশ্ছেদের কথা নিশ্চিত করেছে।   

রোববার সোমালিয়ার নিম্ন জুবা অঞ্চলের জামাহে জেলায় ওই ব্যক্তিদের শিরশ্ছেদ করা হয়েছে। এর আগে আল শাবারের আদালতে ওই চারজনকে দোষী সাব্যস্ত করা হয়।

জুবা অঞ্চলের আল শাবাব গভর্নর মোহামেদ আবু আব্দাল্লা জানিয়েছেন, রোববার বিকেলে শরিয়া আইনে দোষী সাব্যস্ত ওই চারজনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। 

“তারা চর ছিল বলে ওই চারজন স্বীকার করেছে,” বলেন তিনি। তবে কীভাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা জানাননি তিনি।

নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় গোয়েন্দাগিরি থেকে শুরু করে চু্রি ইত্যাদি অপরাধে অভিযুক্তদের সংক্ষিপ্ত বিচারের পর মৃত্যুদণ্ড, চাবুক পেটা এবং অঙ্গচ্ছেদের মতো বিভিন্ন শাস্তি দিয়ে থাকে আল শাবাব।

গোষ্ঠীটি সোমালিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের তাড়াতে, কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে ও দেশে শরিয়া আইন চালু করতে বেশ কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে।