ব্রিসবেনে মিউজিক ভিডিওর সময় গুলিতে অভিনেতা নিহত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি মিউজিক ভিডিও চিত্রায়নের সময় গুলিবিদ্ধ হয়ে এক অভিনেতার মৃত্যু হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 04:33 PM
Updated : 23 Jan 2017, 04:33 PM

কুইন্সল্যান্ড পুলিশ জানায়, সিটি সেন্টারের ঈগল লেনের ব্রুকলিন স্ট্যান্ডার্ড বারের ভেতর শ্যুটিং চলার সময় ২০ বছর বয়সী ওই অভিনেতার বুকে গুলি লাগে।

গোয়েন্দা ইন্সপেক্টর টম আরমিট বলেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে মিউজিক ভিডিওটির শ্যুটিং চলাকালে একটি দৃশ্যে একাধিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোঁড়া হয়।

“তবে আমরা বুঝতে পারছি না ঠিক কিভাবে ওই ধরনের আঘাত পেলেন অভিনেতা। এটি ধরেই আমরা তদন্তে এগুচ্ছি।”

গুলিবিদ্ধ হওয়ার পর ওই অভিনেতাকে বাঁচাতে সেখানে উপস্থিত লোকজন প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিল বলেও জানান তিনি।

সেখানে সিডনির হিপ হপ দল ‘ব্লিস এন এসো’র শ্যুটিং চলছিল।

ব্যান্ড দলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, “ভিডিওটি যারা তৈরি করছিল তারা এবং অন্যান্যরা বিষয়টি তদন্তে ‍পুলিশকে সাহায্য করছে। এ বিষয়ে এখনই এর বেশি মন্তব্য করার সময় আসেনি।”

ওই সময় ব্যান্ড দলটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়।

এ ঘটনায় আর কেউ আহত হয়নি বলেও জানিয়েছে পুলিশ।