জর্জিয়া ও মিসিসিপিতে ঝড়ে নিহত ১৮

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে অন্তত ১৮ জনের মৃত্যু এবং আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 11:51 AM
Updated : 23 Jan 2017, 11:52 AM

জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নাথান ডেয়াল রোববার রাজ্যের সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানে টর্নেডোয় ১৪ জন প্রাণ হারিয়েছে।

এর আগে শনিবার মিসিসিপিতে টর্নেডোর আঘাতে আরও চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফ্লোরিডার দক্ষিণাংশে টর্নেডো আঘাত হানার ঝুঁকি এখনও রয়েছে। সেখানে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

জর্জিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত ১৪ জন সাউদার্ন কুক, ব্রুকস, ডাউর্থি ও বেরিয়েন কাউন্টির বাসিন্দা ছিল।

এর মধ্যে সাউদার্ন কুকে একটি মোবাইল হোম পার্ক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে সেখানেই সাত জনের মৃত্যু হয়।

কুক কর্তৃপক্ষ জানান, রোববার ভোরের দিকে টর্নেডো মোবাইল হোম পার্কের ওপর দিয়ে বয়ে যায়। সেখানে ৪০টি বাড়ির প্রায় অর্ধেকই মাটির সঙ্গে মিশে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি গভর্নর ডেয়ালের সঙ্গে কথা বলেছেন এবং সমবেদনা প্রকাশ করেছেন।