সিরিয়া: কাজাখস্তানের রাজধানীতে শান্তি আলোচনা শুরু

সিরিয়ার গৃহযুদ্ধের একটি সমাধান বের করতে রাশিয়া ও ইরানের মধ্যস্ততায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় নতুন একটি শান্তি আলোচনা শুরু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 09:31 AM
Updated : 23 Jan 2017, 09:36 AM

সোমবার শুরু হওয়া এ আলোচনার প্রতি সমর্থন জানিয়েছে সিরীয় সরকার ও বিদ্রোহীদের সমর্থন দেওয়া তুরস্ক, জানিয়েছে বিবিসি।

এবারই প্রথমবারের মতো সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের প্রতিনিধিদের নিয়ে বিরোধীদলীয় আলোচক দল গঠন করা হয়েছে।

এই শান্তি আলোচনা থেকে কোনো যুগান্তকারী ফল আসবে সংগঠকরাও এমন আশা করছেন না; অপরদিকে বিদ্রোহীরা জানিয়েছে, তারা সিরীয় সরকারের সঙ্গে সরাসরি কোনো আলাপালোচনা করবে না।

সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে শেষ আলোচনা ২০১৬ সালের প্র্রথম দিকে স্থগিত হয়ে গিয়েছিল। জাতিসংঘ ওই আলোচনায় মধ্যস্থতা করেছিল।  

তবে আস্তানার শান্তি আলোচনা থেকে ইসলামিক স্টেটের (আইএস) কট্টরপন্থি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে বাদ রাখা হয়েছে।

কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে শান্তি আলোচনার সমাপ্তি হবে বলে আশা করা হচ্ছে।

আলোচনায় জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্তাফান দ্য মিসতুরা উপস্থিত থাকবেন। কাজাখস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তাদের দেশের প্রতিনিধি হিসেবে আলোচনায় উপস্থিত থাকবেন।

গত ছয় বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ নিহত এবং এক কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।