ম্যানিলার মার্কিন দূতাবাসে ট্রাম্প বিরোধী বিক্ষোভ

নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে এবং ফিলিপিন্স থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবিতে ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে ২শ’রও বেশি ফিলিপিনো।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 11:42 AM
Updated : 20 Jan 2017, 11:42 AM

কর্মকর্তারা জানান, শুক্রবারের এ বিক্ষোভে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে ট্রাম্পবিরোধী স্লোগান দেয় এবং যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

প্রায় ২শ’ পুলিশ কর্মকর্তারা কড়া নজরদারির মধ্যে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ হয় বলে জানিয়েছে স্প্যানিশ ইএফই নিউজ।

এক বিক্ষোভকারী বলেন, “যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিবর্তন হলেও তাদের সাম্রাজ্যবাদী নীতি চলতেই থাকবে কিংবা বর্তমানের চেয়ে তা আরও খারাপ আকার ধারণ করবে।”

“যুক্তরাষ্ট্রের এখন তাদের সেনা সরিয়ে নেওয়ার সময়।”

গতবছর অক্টোবরে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিলের অঙ্গীকার করেন। আগামী দুবছরের মধ্যে ফিলিপিন্সে মার্কিন সেনা উপস্থিতি অবসানের লক্ষ্যে তিনি এ চুক্তি বাতিল করে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি নেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিক্ষোভকারীরাও সেটিই চাইছে। তাছাড়া, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ২০ লাখ ফিলিপিনো এবং দেশটির অভিবাসী হতে ইচ্ছুক ফিলিপিনোরা সমস্যায় পড়তে পারে বলেও তারা উদ্বিগ্ন।

ট্রাম্প তার অভিবাসন বিরোধী নীতির আওতায় ফিলিপিনোসহ বহু মানুষকেই যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে চান।