অসুস্থ সিনিয়র বুশ হাসপাতালে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সিবিএসের হিউস্টন শাখা কেএইচওইউ টেলিভিশন।

>>রয়টার্স
Published : 18 Jan 2017, 08:45 AM
Updated : 18 Jan 2017, 09:33 AM

বুশের কার্যালয়ের চিফ অব স্টাফ জিন বেকারের বরাতে বুধবার এ খবর দিয়েছে তারা।

৯২ বছর বয়সী বুশের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বেকার। আগামী দুএকদিনের মধ্যে বুশকে বাসায় পাঠানো হতে পারে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তাৎক্ষণিকভাবে ‍বুশে পরিবারের মুখপাত্র জিম ম্যাকগ্রা বা যে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে সেখানে যোগাযোগ করে খবরটি নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের পিতা। জর্জ ডব্লিউ বুশ দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। জেব বুশ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ছেলেদের মতো সিনিয়র বুশও রিপাবলিকান ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন। পরে ১৯৮৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে চার বছর ছিলেন তিনি।

২০১৪ সালে দুইবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একবার নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে ও পরে শ্বাসকষ্টজনিত অসুস্থতায়।