মেক্সিকোর কানকুনে বন্দুযুদ্ধে নিহত ৪

মেক্সিকোর সমুদ্র তীরবর্তী অবকাশ কেন্দ্র কানকুনে সরকারি দপ্তরে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 18 Jan 2017, 06:05 AM
Updated : 18 Jan 2017, 06:11 AM

মঙ্গলবার কানকুনে কুইনটানা রো রাজ্যের অ্যাটর্নী জেনারেল দপ্তরে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্যটির পুলিশ প্রধান রোদলফো দেল অ্যাঞ্জেল ক্যাম্পোস।

তিনি জানান, বন্দুকধারীরা দপ্তরটিতে হামলা চালানোর পর ফেডারেল পুলিশ ও সশস্ত্র বাহিনী তাদের প্রতিরোধ করার চেষ্টা করে।

রাজ্য গভর্নর কার্লোস জোয়াকুইন জানিয়েছেন, বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য ও তিন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হন, ঘটনার পর পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, “রাজ্যটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। কানকুনের লোকজন ও পর্যটকরা স্বাভাবিকভাবে চলাফেলা করতে পারেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত ফেডারেল বাহিনী চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সংগঠিত অপরাধের বিরুদ্ধে তার শুরু করা দমনাভিযানের কারণেই অপরাধীরা এসব হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন জোয়াকুইন। এর আগে কয়েক বছর ধরে অপরাধীরা শাস্তি থেকে রেহাই পেয়ে আসার কারণে বেপরোয়া হয়ে উঠেছে বলে জানান তিনি।

গেল সেপ্টেম্বরে কুইনটানা রোর গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন জোয়াকুইন।

অন্যান্য স্থাপনায়ও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা দেল অ্যাঞ্জেল।

এর আগে সোমবার নিকটবর্তী একটি এলাকায় এক সংগীত উৎসবে এক বন্দুকধারী গুলিবর্ষণে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হন।

ক্যারিবিয়ান সমুদ্রতীরবর্তী কানকুন মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র।