ব্রাজিলে পীতজ্বরে ৩০ জনের মৃত্যু

ব্রাজিলে এক সপ্তায় পীতজ্বরে অন্ততপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এই জ্বরে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা ১১০-এ গিয়ে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2017, 05:58 AM
Updated : 13 Jan 2017, 05:58 AM

দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, মিনাস জার্ম প্রদেশে পীতজ্বরে মৃত্যুর এই ঘটনাগুলো ঘটেছে।

গেল সাতদিনে এই জ্বরের প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা ৪৮ থেকে ১১০ জনে গিয়ে ঠেকেছে।

পীতজ্বর ভাইরাসজনিত অসুখ। যাতে তীব্র জ্বর হয়। সময় মতো যথাযথ চিকিৎসা না হলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়।

প্রধানত ভাইরাস আক্রান্ত নারী মশার কামড়ের মাধ্যমে এটি মানবদেহে ছড়ায়।

পীতজ্বর সাধারণতভাবে বানরদেরও হয়।