পালমিরা দখলে চলছে তুমুল লড়াই

সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরার দখল নিয়ে সরকারি বাহিনী এবং ইসলামিক স্টেটের (আইএস) মধ্যে তুমুল লড়াই চলছে। লড়াইয়ে দু’পক্ষই একে অপরকে হটিয়ে পালমিরার পাল্টাপাল্টি দখল নিচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2016, 05:42 PM
Updated : 11 Dec 2016, 05:42 PM

দীর্ঘ নয়মাস পর আইএস শনিবার সেনাবাহিনীর প্রতিরোধ ভেঙে পালমিরায় প্রবেশের পরদিন রোববারেই রাশিয়ার বিমান হামলার ‍মুখে পিছু হটে যায়। এরপর একইদিনে আবারও পালমিরা আইএস এর দখলে চলে গেছে।

প্রাদেশিক গভর্নর তালাল বারাজি সিরিয়ার রাষ্ট্রীয় টিভি কে বলেছেন, আইএস রোববার পালমিরা পুনরায় দখল করেছে।

তিনি জানান, সেনাবাহিনী আইএস এর হাত থেকে পালমিরা আবার পুনর্দখলের জন্য ‘সব পন্থাই’ কাজে লাগাচ্ছে।

এর আগে পালমিরায় রাশিয়ার বিমান হামলার মুখে আইএস যোদ্ধারা নগরীর উপকণ্ঠের দিকে সরে যায় বলে খবর এসেছিল।

কিন্তু গভর্নর বারাজিই প্রথম পালমিরা আবার বেদখল হয়ে যাওয়ার বিষয়ে সিরীয় সরকারের প্রথম স্বীকারোক্তি দিয়ে বিবৃতি দিলেন।

তিনি বলেন, সেনাবাহিনী পালরিা থেকে সরে গেছে। তবে পালমিরা থেকে সন্ত্রাসীদের তাড়িয়ে দেওয়ার জন্য তারা সব পন্থাই কাজে লাগাচ্ছে।

 

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের এ পালমিরা নগরী ২০১৫ সাল থেকে দখল করে রেখেছিল আইএস। গত মার্চে তারা সেখান থেকে বিতাড়িত হয়।

নয় মাসের মাথায় এ সপ্তাহের শুরুর দিকে ফের পালমিরায় প্রবেশের জন্য হামলা শুরু করে আইএস এবং শনিবার তারা শহরটিতে প্রবেশ করতে সক্ষমও হয়।