ড্রোন হামলায় শার্লে এবদু হামলায় জড়িত জঙ্গি নিহত

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় প্যারিসের বিদ্রুপ সাময়িকী শার্লে এবদু-র কার্যালয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত এক জঙ্গি নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 10 Dec 2016, 04:45 AM
Updated : 10 Dec 2016, 04:55 AM

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ খবর দিয়েছেন।

ওই কর্মকর্তারা জানান, গত মাসে ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী সিরিয়ার রাক্কায় এক ড্রোন হামলায় বৌবাকের এল হাকিম নিহত হন। 

শার্লে এবদুর হামলার পরিকল্পনার সঙ্গে হাকিম জড়িত ছিলেন, এমনটিই বিশ্বাস করা হয় বলে জানান তারা।

২০১৫ সালের ৭ জানুয়ারি (বুধবার) শার্লে এবদু-র কার্যালয়ে ওই সন্ত্রাসী হামলায় আট সাংবাদিক ও দুই পুলিশসহ ১২ জন নিহত হয়েছিলেন। পরের দুদিনে প্যারিসে আরো কয়েকটি সন্ত্রাসী হামলায় আরো পাঁচজন নিহত হন।

এই হামলার পর বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশে ‘আমিই শার্লে’ শ্লোগান দিয়ে, ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিল করে জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ‘আমিই শার্লে’ শ্লোগানটি ভাইরাল হয়ে ওঠে।