অগাস্টাওয়েস্টল্যান্ড: ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান গ্রেপ্তার

ভারতে হেলিকপ্টার কেনা নিয়ে দুর্নীতির মামলায় দেশটির বিমান বাহিনীর সাবেক প্রধান এস.পি ত্যাগিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 04:55 PM
Updated : 9 Dec 2016, 05:25 PM

ত্যাগির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অ্যাংলো-ইতালিয়ান কোম্পানি অগাস্টাওয়েস্টল্যান্ডের কাছ থেকে বিলাসবহুল হেলিকপ্টার কেনার চুক্তিতে ‘সহায়তার’ অভিযোগ করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

সিবিআই-র পক্ষ থেকে বলা হয়, ত্যাগি কোম্পানিটিকে ‘অযৌক্তিক সুবিধা’ দিয়েছেন এবং অন্যান্যদের ঘুষ প্রদাণের পথও দেখিয়ে দিয়েছেন।

যদিও ত্যাগি শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০১৩ সালের মার্চে ভারতীয় কর্তৃপক্ষ অগাস্টাওয়েস্টল্যান্ডের মূল কোম্পানি ফিনমেকানিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

ত্যাগির জ্ঞাতিভাই জুলি ত্যাগি ও দোকসা ত্যাগিকেও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই।

ইতালির মিলানে ২০১৩ সালে ফিনমেকানিকার প্রধান জিউসেফ ওর্সি গ্রেপ্তারের পর প্রথম এ দুর্নীতির বিষয়টি জনসম্মুখে প্রকাশ পায়।

ওই সময় ইতালিয় কর্তৃপক্ষের তদন্তে ত্যাগির নাম উঠে আসে।

এরপর ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয় ৭৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে বিলাসবহুল ১২ টি হেলিকপ্টার ক্রয়ের চুক্তি বাতিল করে দেয়।

সাধারণত ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও ভিআইপি ব্যক্তিদের পরিবহনে এ হেলিকপ্টারগুলো ব্যবহার হয়।