সলোমন দ্বীপপুঞ্জে ৭.৮ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্পের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি অংশে জারি করা সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 04:43 AM
Updated : 9 Dec 2016, 04:43 AM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কিরাকিরা থেকে ৪৩ মাইল দূরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

বিবিসি বলছে, ১৭:৪০ জিএমটিতে এই ভূমিকম্প হওয়ার পর অনেকগুলো পরাঘাত হয়েছে।

এরফলে বেশকিছু এলাকায় টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থলের কাছাকাছি মালাইতায় বেশকিছু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো অজ্ঞাত বলে জানিয়েছেন সলোমন দ্বীপপুঞ্জের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের পরিচালক লোতি ইয়াতেস।

সলোমন দ্বীপপুঞ্জের ৬ লাখ অধিবাসীর এক চতুর্থাংশের বসবাস মালাইতায়। সেখানকার পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

অনেক এলাকার মানুষ তুলনামূলক উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন। সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের অনেকে জানিয়েছেন, কিছু কিছু এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছিল।