গণমাধ্যমে ‘অপপ্রচারের’ নিন্দায় পোপ

‘অপপ্রচারকে’ গণমাধ্যমের সবচে ধ্বংসাত্মক দিক অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 08:45 AM
Updated : 8 Dec 2016, 08:45 AM

গেল মাসে হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনলাইন গণমাধ্যমে ‘ভুয়া সংবাদ’ প্রচারের ফলে যেসব জটিলতার সৃষ্টি হয়েছে সেগুলোকে নির্দেশ করে পোপ এই হুঁশিয়ারি জানিয়েছেন।

বিবিসি বলছে, নির্বাচনের ভবিষ্যৎ ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সার্চ ইঞ্জিনগুলো মনগড়া কাহিনি ও প্রতিবেদন ছড়িয়ে পড়া রোধে ব্যর্থ হওয়ার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

পোপ নিজেও ভুয়া সংবাদের শিকার হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন পোপ ফ্রান্সিস- এমন মিথ্যা খবরও প্রচারিত হয়েছে। 

বেলজিয়ামের ক্যাথলিকদের সাপ্তাহিক পত্রিকা টারশিয়োতে দেওয়া সাক্ষাৎকারে এই ধর্মীয়নেতা খোলাখুলি বলেন, কেলেঙ্কারির ঘটনাগুলোর প্রতি গণমাধ্যমের এই আবেশ  নিজের মলমূত্রের প্রতি অস্বাভাবিক আগ্রহেরই নামান্তর(কপ্রোফেজিয়া)।

তিনি বলেন, এটা মানুষের উপর চাপিয়ে দেওয়া এক ধরনের পীড়ন।

পোপ আরো বলেন, যে কোনো পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সত্য প্রকাশ না করে তার একটি অংশ প্রকাশ করলে মানুষ ‘সচেতন বিচার’ করতে সক্ষম হবে এমনটা আশা করা ঠিক নয়।

ভুয়া সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ার জন্য বিশ্লেষকেরা ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকেও দায়ী করেছেন।