ইয়েমেন উপকূলে জাহাজডুবি, ৩৫ জন উদ্ধার

আরব সাগরের ইয়েমেন উপকূলে ৬০ জন আরোহী নিয়ে একটি জাহাজডুবির ঘটনায় অন্ততপক্ষে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 06:41 AM
Updated : 8 Dec 2016, 06:41 AM

বিবিসি বলছে, মালবাহী জাহাজটি হাদরামাউত প্রদেশে থেকে যাত্রা শুরু করার পর ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত সোকোত্রা দ্বীপের কাছে নিখোঁজ হয়ে যায়।

ইয়েমেনি সরকার জানিয়েছে, পাঁচদিন আগে এই ঘটনা ঘটলেও এ সম্পর্কে মঙ্গলবার তারা অবহিত হয়েছে।

এই জাহাজডুবির কারণ এখনো স্পষ্ট নয়। কিন্তু একজন মন্ত্রী জানিয়েছেন, এটি ছিল একটি দুর্ঘটনা।

সরকার ওই অঞ্চলে থাকা বাণিজ্যিক ও যুদ্ধজাহাজগুলোকে বেঁচে যাওয়াদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযানে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, জাহাজের কেউ কেউ লাইফবোটে করে ডুবে যাওয়া থেকে বেঁচে যেতে সক্ষম হয়েছেন।

মৎস্যমন্ত্রী ফাহাদ কাভিন বুধবার বিকালে তার ফেইসবুক পৃষ্ঠায় লিখেছেন, অন্ততপক্ষে ৩৫জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি আশাবাদী, আরো অনেককেই জীবিত পাওয়া যাবে। কিন্তু পরবর্তী কয়েকঘণ্টা সময় ‘অত্যন্ত জটিল’ বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে তার সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটকে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার তৎপরতায় সহায়তার আবেদনও তিনি জানিয়েছেন।

সোকোত্রা দ্বীপে ৫০ হাজার মানুষ বসবাস করেন। ইয়েমেন থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে এবং সোমালিয়া থেকে ২৪০ কিলোকিটার পূর্বে দ্বীপটির অবস্থান।

হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারের সংঘর্ষ শুরু হওয়ার পর ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের মূল ভূখণ্ড ও দ্বীপটির মধ্যকার বিমান চলাচল বন্ধ রয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী দেশটির বিমানবন্দরে বোমাবর্ষণ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

দ্বীপটির সঙ্গে মূল ভূখণ্ডে আসা-যাওয়ায় ক্ষেত্রে কোনো নিয়মিত জাহাজ সার্ভিস নেই। ফলে অধিবাসীরা মালবাহী জাহাজে করেই সেই চেষ্টা চালায়।