আলেপ্পোর লড়াইয়ে পিছু হটেছে বিদ্রোহীরা

সিরিয়ায় আলেপ্পোর ‍পুরোনো নগরীর শেষ এলাকা থেকে চলেগেছে বিদ্রোহীরা। সেখানে এখন প্রবেশ করছে সিরীয় সেনারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 12:21 PM
Updated : 7 Dec 2016, 12:21 PM

সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, কয়েকদিনের লড়াইয়ের পর বিদ্রোহীরা আলেপ্পোর দ্বিতীয় নগরী ছেড়ে গেল।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সামরিক বাহিনী পুরোনো নগরী পুরোটাই দখলে নিয়েছে।

পূর্ব আলেপ্পোর প্রায় ৭৫ শতাংশই এখন সরকারি বাহিনীর দখলে। বিদ্রোহীরা গত চারবছর ধরে এ জায়গাগুলো দখল করে রেখেছিল।

উত্তর-পূর্ব আলেপ্পোর অল্প  যে কিছু জায়গা বিদ্রোহীদের দখলে ছিল তা তারা বুধবার সকালেই ছেড়ে গেছে। দক্ষিণের দিকে পিছু হটে গেছে তারা।

অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর দক্ষিণ-পূর্বের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রচণ্ড গোলা হামলা চলছে। মঙ্গলবার সরকারি বাহিনীর বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। সর্বশেষ বিদ্রোহী এলাকায় আটকা পড়ে আছে হাজার হাজার বেসামরিক নাগরিক।

আলেপ্পোয় বিদ্রোহীদের লিডারশীপ কাউন্সিল অবিলম্বে ৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছে। তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা এখন আলেপ্পোয় কোনওরকম যুদ্ধবিরতিতে রাজি না।