ট্রাম্প চালাক মানুষ: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালাক মানুষ। তিনি দ্রুতই তার দায়-দায়িত্ব বুঝে নিতে পারবেন। 

>>রয়টার্স
Published : 4 Dec 2016, 02:48 PM
Updated : 4 Dec 2016, 05:32 PM

রোববার রাশিয়ার এনটিভি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন একথা বলেছেন।

এর আগে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করতে ট্রাম্প সহায়তা করবেন বলে তিনি আশা করেন।

এনটিভি কে পুতিন বলেন, “ট্রাম্প একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিলেন। তিনি ইতিমধ্যে রাষ্ট্রের কর্ণধার হয়েছেন। তিনি এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান।”

“তিনি (ট্রাম্প) যেহেতু ব্যবসায় সফল হয়েছেন, সেহেতু বোঝাই যায়, তিনি চালাক মানুষ। আর তিনি চালাক হলে আরেক ধরনের দায়িত্ব দ্রুতই বুঝে নিতে সক্ষম হবেন। আমাদের ধারণা, তিনি এসব অবস্থান থেকেই দায়িত্ব পালন করে যাবেন।”

রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক নিয়ে পুতিন বলেন, একমেরু বিশ্ব গড়ার চেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, “পরিস্থিতি এখন বদলাচ্ছে। আমি মনে করি এটি আর কারও কাছে গোপন নয়। প্রত্যেকেই এখন দেখছে যে, আমাদের অনেক সহযোগী রাষ্ট্র আন্তর্জাতিক নীতি-আইন মেনে চলতে পছন্দ করছে। কারণ, বিশ্বে ক্ষমতার ভারসাম্য ধীরে ধীরে আবার প্রতিষ্ঠিত হচ্ছে।”

অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া তাদের স্বার্থকেই মূল্য দেবে বলে জানান পুতিন।