হিলারিকে প্রেসিডেন্ট চেয়ে রেকর্ড আবেদন

মার্কিন ইলেকটোরাল কলেজ ভোটে নির্বাচিত ইলেকটররা যাতে ডোনাল্ড ট্রাম্পের বদলে হিলারি ক্লিনটনকে জয়ী করেন- সে আবেদন নিয়ে চেইঞ্জ ডটঅর্গ সাইটে একটি পিটিশন চালু হয়েছে। ইতোমধ্যে এই পিটিশনে স্বাক্ষরের সংখ্যা রেকর্ড গড়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 11:31 AM
Updated : 5 Dec 2016, 06:34 AM

সামাজ কর্মী ডেনিয়েল ব্রেজেনফ-এর চালু করা এই পিটিশনে ৪৬ লাখেরও বেশি স্বাক্ষর পড়েছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।

এর আগে পিটিশন পরিচালনাকারী এই সাইটে সবচেয়ে বড় পিটিশন ছিল চীনের কুকুরের মাংস খাওয়া উৎসব বন্ধের দাবিতে। ওই পিটিশনে তিন বছরে ২৬ লাখ স্বাক্ষর পড়েছিল।

ব্রেজনফ বলেন, “সংবিধানের জন্য ডোনাল্ড ট্রাম্প একটি বিপদ। আর ইলেকটরদের হাতে তাকে থামানোর ক্ষমতা রয়েছে।”

পপুলার ভোটে হিলারি ক্লিনটন জয়ী হওয়ায় তারই প্রেসিডেন্ট হওয়া উচিৎ বলে ওই পিটিশনে যুক্তি দেখানো হয়েছে। ১৯ ডিসেম্বর ‘নির্বচকরা’ যাতে তাদের অঙ্গরাজ্যের ভোট এড়িয়ে ক্লিনটনকে সমর্থন দেন- পিটিশনে সেই আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যের ভোট নতুন করে গণনা করতে প্রচেষ্টা শুরু করেন গ্রিন পার্টি-এর প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। তিনি উইসকনসিন, পেনিসিলভানিয়া আর মিশিগান অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনা করার আহ্বানে ৯০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছেন।

এ নিয়ে অনুরোধ করা হলেও ট্রাম্প আর ক্লিনটন-এর প্রচারণা সংস্থাগুলো থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রযুক্তি সাইটটি।

ট্রাম্পের নির্বাচন জয় নিয়ে চেইঞ্জ ডট অর্গ-এ ৬২৩৩টিরও বেশি পিটিশন রয়েছে।