আমার কাছে চিরকাল থাকবেন ফিদেল: মারাদোনা

কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত‌্যুতে শোক প্রকাশ করেছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 04:38 PM
Updated : 27 Nov 2016, 01:45 PM

শনিবার ফিদেলের মৃত‌্যুর খবর প্রকাশের পর ফেইসবুকে এই বিপ্লবীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি।

মারাদোনা লেখেন, “আমার বন্ধু, আমার পরম বিশ্বস্তজন মারা গেছেন।

“তিনি সেই ব‌্যক্তি যিনি আমাকে পরামর্শ দিতেন, তিনিই সে-ই যিনি রাজনীতি, ফুটবল, বেসবল নিয়ে কথা বলার জন‌্য যখন তখন আমাকে ফোন করতেন।”

বিভিন্ন সময় কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করা মারাদোনা লিখেছেন, বিল ক্লিনটনের পর জর্জ ডব্লিউ বুশ যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় তখন ফিদেল বলেছিলেন,এই ব‌্যক্তি ‘আরও খারাপ’ হবেন।

ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ সালে কিউবার বিপ্লব হয়। সামরিক শাসক জেনারেল বাতিস্তাকে ক্ষমতাচ‌্যুত করার পর পাঁচ দশক দেশ শাসন করেন তিনি।

কিউবাকে ‘সমাজতান্ত্রিক রাষ্ট্র’ ঘোষণা করে ক‌্যারিবীয় সাগরের যুক্তরাষ্ট্রের ধনীদের অবকাশ যাপনের বিনোদন কেন্দ্র হিসেবে থাকা দেশটিকে পুরোপুরি বদলে দেন ফিদেল।

যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘দানব’ ফিদেল সারাবিশ্বে সমাজতন্ত্রের আন্দোলনকারীদের চোখে ছিলেন বীর।

কিউবার অধিকাংশ মানুষ দেশকে দেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার নায়ক হিসেবে দেখেন ফিদেলকে।

ফিদেল কাস্ত্রোকে বিশ্বের ‘সবচেয়ে জ্ঞানী’ অভিহিত করে মারাদোনা লিখেছেন, “তিনি কখনও ভুল করেননি। আমার কাছে ফিদেল চিরন্তন। একমাত্র ব‌্যক্তি, শ্রেষ্ঠজন।”