প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে মন্তব‌্য করতে পারি নাগরিক হিসেবে: ওবামা

প্রেসিডেন্টের দায়িত্বপালনকালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন মূল্যবোধের পক্ষে হুমকি তৈরি করার মতো কিছু করলে মার্কিন নাগরিক হিসেবে তার সমালোচনা করতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2016, 05:49 AM
Updated : 21 Nov 2016, 08:53 PM

যুক্তরাষ্ট্রের প্রচলিত ধারা অনুযায়ী, সাবেক প্রেসিডেন্টরা রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে চলে যান এবং উত্তরাধিকারীদের বিষয়ে মন্তব্য করা এড়িয়ে চলেন বলে এক প্রতিবেদনে লিখেছে বিবিসি।

রোববার পেরুর রাজধানী লিমায় এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, তিনি ট্রাম্পকে সহযোগিতা করতে চান এবং তার দৃষ্টিভঙ্গির রূপরেখা ঠিক করার জন‌্য সময় দিতে চান।

তবে একজন মার্কিন নাগরিক হিসেবে কোনো কোনো ঘটনায় ব্যক্তিগতভাবে নিজের মতামত হয়ত প্রকাশ করবেন ওবামা।

“কোনো ইস্যুতে যদি মার্কিন মূল্যবোধ ও আদর্শ নিয়ে প্রশ্ন ওঠে এবং ওই আদর্শ রক্ষায় আমার ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করি, তাহলে তখন তা বিবেচনা করে দেখব।”

ওবামা নিজেকে এমন একজন ‘মার্কিন নাগরিক’ হিসেবে তুলে ধরেন, ‘যিনি’ তার দেশকে ‘অত্যন্ত গুরুত্ব’ দেন।

লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন ওবামা।