যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফ্লিনকে চান ট্রাম্প

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

>>রয়টার্স
Published : 18 Nov 2016, 05:33 AM
Updated : 18 Nov 2016, 05:40 AM

ট্রাম্পের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

ফ্লিন এ প্রস্তাব গ্রহণ করবেন কিনা, এমন প্রশ্নে ওই প্রস্তাবের সঙ্গে জড়িত এক ব্যক্তি বলেন, “যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কাউকে কোনো দায়িত্ব নিতে বলেন, তার একটি মাত্র উত্তরই থাকে।”

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে জাতীয় নিরাপত্তা ইস্যুগুলোতে ট্রাম্পের পরামর্শক হিসেবে কাজ করেছেন ফ্লিন। কখনো কখনো ট্রাম্পের প্রচারণা সমাবেশগুলোর সূচনাকারী বক্তা হিসেবেও ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক এই প্রধান।