‘ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতায় এগিয়ে জুলিয়ানি’

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য নেতৃস্থানীয় প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র রুডি জুলিয়ানি।

>>রয়টার্স
Published : 15 Nov 2016, 03:55 AM
Updated : 15 Nov 2016, 06:10 AM

যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী কে হতে পারেন, সেই পরিস্থিতি সম্পর্কে অবহিত একটি সূত্র সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

ওই সূত্র আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করা জন বোল্টনকেও পদটির জন্য বিবেচনা করা হচ্ছে।

জুলিয়ানি ও বোল্টনের পাশাপাশি যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গ্রিনরিচও পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে জোরালো সমর্থন দিয়েছিলেন জুলিয়ানি, তিনি ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল পদের প্রার্থী বলে এর আগে খবর হয়েছিল।