প্রতিনিধি পরিষদে রিপাবলিকান আধিপত্য বহাল

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ছয় বছর ধরে চলা আধিপত্য ধরে রাখতে যাচ্ছেন রিপাবলিকানরা, দেশটির প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্কগুলোর প্রদর্শিত ফলাফলে এমনটি দেখা গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2016, 05:06 AM
Updated : 10 Nov 2016, 08:18 AM

এবার সিনেটের ৩৪টি আসনে পুননির্বাচন হচ্ছে, যার ২৪টিই দখলে ছিল রিপাবলিকানদের।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিনেটে রিপাবলিকানরা তাদের আধিপত্য ধরে রেখেছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

সিনেটে এখন রিপাবলিকানদের আসন ৫১টি, ডেমোক্রেটদের ৪৮।

নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেসেনটেটিভেও বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। সেখানকার ৪৩৫টি আসনের মধ্যে ২৩৮ টিই জিতে নিয়েছে হাতি মার্কার প্রার্থীরা।

১৯৩ টিতে জিতেছে ডেমোক্রেটরা।

আগেরবারের তুলনায় অবশ্য নিম্নকক্ষে আসন বেড়েছে ডেমোক্রেটদের। শেষবার এ কক্ষে তাদের আসন ছিল ১৮৩টি।