ক‌্যালিফোর্নিয়ায় ভোটকেন্দ্রের কাছে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলার মধ‌্যে ক‌্যালিফোর্নিয়ার আজুসা শহরের ভোটকেন্দ্রের কাছে গুলিতে একজন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2016, 11:46 PM
Updated : 9 Nov 2016, 02:16 AM

মঙ্গলবার ভোটগ্রহণের মাঝ পর্যায়ে দুপুর ২টার দিকে মেমোরিয়াল পার্ক নর্থ রিক্রিয়েশন সেন্টারের কাছে দুটি ভোটকেন্দ্রের কাছে এই গোলাগুলিতে আরও তিনজন আহত হন বলে সিএনএন জানিয়েছে।

কী কারণে গোলাগুলি এবং কে বা কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।  

আজুসা শহরটি রাজ‌্যটির রাজধানী লস এঞ্জেলেস থেকে ৩০ কিলোমিটার দূরে।

লস এঞ্জেলেস কাউন্টির ফায়ার ইন্সপেক্টর গুস্তাভো মেদিনা সিএনএনকে বলেছেন, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত‌্যু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আজুসা পুলিশকে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ সহায়তা করছে বলে সিএনএনকে জানান সার্জেন্ট ভিনসেন্ট প্লেয়ার।

লস এঞ্জেলেস পুলিশ বিভাগ হেলিকপ্টারে করে দুজনকে হাসপাতালে নিয়ে যায়।

মেমোরিয়াল পার্ক নর্থ রিক্রিয়েশন সেন্টারে দুটি ভোটকেন্দ্র, তবে এগুলোর ভেতরে কোনো গোলাগুলি হয়নি বলে জানায় পুলিশ।

লস এঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন এক নারীকে খোঁজা হচ্ছে যার কাছে দ্রুত ছোঁড়া যায় এমন আগ্নেয়াস্ত্র আছে। সন্দেহভাজন আরেক পুরুষ সদস্যের গায়ে সেনা সদস্যের পোশাক ও বুলেটপ্রুফ জ্যাকেট থাকার কথা শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

এর আগে ভোটকেন্দ্রে থাকা এক ভোটার সিএনএনকে জানান, তিনি ভেতরে থাকা অবস্থায়ই বাইরে গুলির শব্দ শোনেন।

“এর পরপরই বাইরে থেকে লোকজন ভেতরে ঢুকে পড়ে। পুলিশ আমাদের ভেতরে থাকতে বলেছে।”

এক নারী ভোটার সিএনএনকে বলেন, “বাইরে থেকে যারা এসেছে, তারা বলেছে, বুলেটপ্রুপ জ‌্যাকেট পরা এক ব‌্যক্তিকে দেখেছে তারা।”

পুলিশ কাউকে ওই ভোটকেন্দ্র থেকে বের হতে দিচ্ছে না বলে জানান তিনি।

আজুসা পুলিশ এক টুইটার বার্তায় ওই এলাকা এড়িয়ে চলতে শহরবাসীকে পরামর্শ দিয়েছে। এলাকাটির বাসিন্দাদের বলেছে ঘরে থাকতে।

এই গোলাগুলির কারণ কী, কারা জড়িত, সে বিষয়ে কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের এবারে ভোটের সময় হামলার হুমকি ছিল আইএসের। তবে আর কোথাও এই ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।