যান্ত্রিক গোলযোগে ইউটাহ অঙ্গরাজ্যের ওয়াশিংটন কাউন্টির ভোট গ্রহণ বন্ধ

ইউটাহ অঙ্গরাজ্যের ওয়াশিংটন কাউন্টিতে ৩৭টি ভোট কেন্দ্রের সবগুলোর ভোটিং মেশিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার সেখানে এখনো ভোট গ্রহণ শুরু হয়নি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2016, 06:08 PM
Updated : 8 Nov 2016, 06:08 PM

ইউটাহ-র নির্বাচন পরিচালক মার্ক টমাস সিএনএনকে বলেন, পুরো কাউন্টির সবগুলো ভোটিং মেশিনে প্রোগ্রামিং সমস্যা দেখা দিয়েছে।

“কম্পিউটারে সামান্য ত্রুটিতে এই সমস্যা হচ্ছে। নির্বাচনকর্মীরা সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

“আশা করি দিনের শেষ ভাগের মধ্যেই তারা সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।”

যদি সমস্যার সমাধান না হয় তবে কাগজের ব্যালটে ভোট গ্রহণের জন্য নির্বাচন কর্মকর্তারা প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

বলেন, “তবে সেক্ষেত্রে আরও ব্যালট পেপার ছাপাতে হবে।”

এর ফলে সারা দেশে যখন ভোট উৎসব চলছে তখন এই কাউন্টির ৫০ হাজারের বেশি নিবন্ধিত ভোটার এখনও ভোট দিতে পারেননি।

ওয়াশিংটন কাউন্টির প্রায় ৩০ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।