গণমাধ্যম হিলারির পক্ষে বলে মনে করে ৫২% ভোটার

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো ডেমক্র্যাটিক প্রেসিডেন্ট পদ প্রার্থী হিলারি ক্লিন্টনকে সমর্থন করছে- রিপালিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এ অভিযোগের সঙ্গে একমত দেশটির বেশিরভাগ ভোটার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2016, 03:20 PM
Updated : 6 Nov 2016, 03:20 PM

গ্যালাপ পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম হিলারির পক্ষে রয়েছে। মাত্র ৮ শতাংশ ভোটার মনে করে গণমাধ্যম ট্রাম্পকে সমর্থনকরছে এবং ৩৮ শতাংশ মনে করে গণমাধ্যম নিরপেক্ষ আছে।

২৭ ও ২৮ অক্টোবর পরিচালিত গ্যালাপের এই জরিপের ফল বৃহস্পতিবার প্রকাশ করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

এর আগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গণমাধ্যমের পক্ষপাত নিয়ে জরিপ চালিয়েছিল গ্যালাপ।

সেবার জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছিলেন, গণমাধ্যম পক্ষপাতিত্ব করছে না। ৩৫ শতাংশ বলেছিলেন, গণমাধ্যম ডেমক্র্যাটিক প্রার্থী জন কেরিকে সমর্থন করছে এবং ১৬শতাংশ বলেছিলেন, রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশের পক্ষ নিয়েছে গণমাধ্যম।