ভারতে জেল থেকে পালানো ৮ সন্ত্রাসী নিহত

ভারতের ভুপালের কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮ বন্দি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2016, 08:19 AM
Updated : 31 Oct 2016, 08:19 AM

দেশটির নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (এসআইএমআই) এই ৮ সদস্য ভুপালের কারাগার থেকে পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর শহরতলীতে নিহত হন বলে সোমবার পুলিশ জানিয়েছে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “মানিকদি পাথর গ্রামের কাছে এসআইএমআই-র ৮ সদস্যের সবাই এনকাউন্টারে নিহত হয়েছেন।”

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ভুপালের ৩০ কিলোমিটার উত্তরে সন্ত্রাসীরা ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন।

নিহত সাত এসআইএমআই সন্ত্রাসীরা হলেন, শেখ মুজিব, মজিদ খালিদ, আকেল, খিলজি, জাকির শালিক, মেহবুব এবং আমজাদ।

নিহত অপর সন্ত্রাসীর নাম উল্লেখ করা হয়নি।

নিহতদের মধ্যে চারজন কুখ্যাত অপরাধী। তারা ডাকাতি, লুটপাট এবং রাষ্ট্রদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন।

সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের পুলিশ উচ্চ সতর্কতা জারি করে এবং রাজ্যের সীমান্ত দ্রুত বন্ধ করে দিয়েছিল।

এরআগে এনডিটিভি জানায়, রোববার রাত ১২ টা থেকে ২টার মধ্যে একজন কারারক্ষীকে হত্যা করে তারা পালায় বলে জানা গেছে।

পালিয়ে যাওয়ার এই বন্দিদের মধ্যে তিনজন তিনবছর আগে অপর একটি শহরের কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মাঝে ছিলেন।

ভুপালের কেন্দ্রীয় কারাগারে এই সন্ত্রাসীরা একজন কারারক্ষীকে বেঁধে ফেলে এবং অপর রাম শঙ্কর নামের একজন প্রধান কনস্টেবলকে হত্যা করে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়।

এ ঘটনায় কারাগারের সুপারিনটেন্ডেন্ট এবং তিন রক্ষীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেন, “এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।”

পালিয়ে যাওয়া আটজনের মধ্যে ২০১৩ সালে খান্দায় জেল ভেঙ্গে পালানোর ঘটনায় জড়িত ছিলেন। ভুপাল থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে ছিল ওই জেলখানার অবস্থান।

পালিয়ে যাওয়া আটবন্দির অধিকাংশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ডাকাতির মামলা ছিল।