আফগানিস্তানে আল-কায়েদা নেতাকে হত্যায় ড্রোন হামলা

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার একজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ করে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 06:16 AM
Updated : 27 Oct 2016, 06:16 AM

বিবিসি বলছে, নামপ্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, আল-কায়েদার ওই অঞ্চলের প্রধান ফারুখ আল-কাতানি রোববারের ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তার ডেপুটিকে লক্ষ করেও পৃথক হামলা চালানো হয়েছিল।

কুনার প্রদেশে চালানো ওই হামলার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি। হামলার ফলাফলও এখনো নিশ্চিত নয়।

সৌদি আরবে জন্মগ্রহণকারী আল-কাতানি কাতারের নাগরিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে শীর্ষ সন্ত্রাসীদের তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় আল-কাতানি জড়িত বলে অভিযোগ রয়েছে।

আফগান সরকারের মুখপাত্র আবদুল গনি মোসামেম বলেন, রোববারের অভিযানে ১৫ জন জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন আরব এবং বেশ কয়েকজন পাকিস্তানি তালেবান যোদ্ধা রয়েছেন।