ইতালিতে শক্তিশালী ভূমিকম্প

ইতালির মধ্যাঞ্চলে দুই দফা শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এরফলে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত মানুষেরা রাস্তায় নেমে আসে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 04:24 AM
Updated : 27 Oct 2016, 04:24 AM

বিবিসি বলছে, প্রথম ভূমিকম্পটি হয় মাসেরাতা প্রদেশের ভিসোর কাছে স্থানীয় সময় রাত ৭টা ১০ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৫ ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঠিক দুইঘণ্টা পর একই অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি হয়েছে। এতে বেশ কয়েকজন মানুষ আহত হলেও তাৎক্ষণিকভাবে কারো মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

দুইমাস আগে ওই অঞ্চলের কিছুটা দক্ষিণে শক্তিশালী ভূমিকম্পে ২৯৮ জনের মৃত্যু হয়েছিল।

২৪ অগাস্ট মধ্যাঞ্চলীয় আমাত্রিস ও পাহাড়ি অঞ্চলের গ্রামগুলোতে আঘাত হানা ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পে বেশকিছু ভবন ধসে পড়েছিল।

ভিসো থেকে ওই অঞ্চলটির দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার।

বুধবারের ভূমিকম্প ইতালির সমগ্র মধ্যাঞ্চলজুড়েই অনুভূত হয়েছে। এমন কী রাজধানী রোমের বাসিন্দারাও এই ভূমিকম্প টের পেয়েছেন। সেখানকার ভবনগুলো কেঁপে উঠেছিল।

ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাব্রিজিও কুরসিও জানান, “১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে চারজন বড় ধরনের আঘাত পেয়েছেন।”

ওই অঞ্চলের স্কুলগুলো বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভিসোর দক্ষিণ-দক্ষিণপশ্চিাঞ্চলে ভূপৃষ্ঠের ৯ কিলোমিটার গভীরে।

আর দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভিসোর ২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমাঞ্চলে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ইতালির কর্মকর্তারা বলছেন, অগাস্টে হয়ে যাওয়ার ভূমিকম্পের সঙ্গে এই ভূমিকম্প দুটির যোগসূত্র রয়েছে।