‘চীনে তিন বছরে ১০ লাখ চাকরিজীবীর শাস্তি’

চীন সরকার গেল তিন বছরে ১০ লাখেরও বেশি চাকরিজীবীকে দুর্নীতির অভিযোগে শাস্তি দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 09:11 AM
Updated : 26 Oct 2016, 10:34 AM

বিবিসি বলছে, এদের বাইরে চলতি বছর ৪০৯ জন পলাতক ব্যক্তি বিদেশে আটক হয়েছেন।

বেইজিং-এ চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তাদের রুদ্ধদ্বার পূর্ণাঙ্গ অধিবেশনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতাগ্রহণের পর দুর্নীতিবিরোধী বড় ধরনের অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকায় রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতিগ্রস্তদের এই শাস্তি।

তবে কোনো কোনো পর্যবেক্ষকের অভিমত, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের শায়েস্তার হাতিয়ার হিসেবেও তিনি এই অভিযান অব্যাহত রেখেছেন।

অবশ্য বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন শি।

বেইজিং-এ নিযুক্ত বিবিসির প্রতিনিধি স্টিফেন ম্যাকডোনেল জানিয়েছেন, গোপন অধিবেশনে চীনা কমিউনিস্ট পার্টির নীতি পরিবর্তনের ব্যাপারে আলোচনা হবে।

বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু নীতি পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট শি জিনপিংকে অনেক বেশি ক্ষমতাবান হয়ে উঠবেন।

পার্টির কেন্দ্রীয় দুর্নীতি পর্যবেক্ষণ ও তদারকি দলের সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি চাকরিজীবীকে শাস্তি দেওয়া হয়েছে।

শাস্তি পাওয়াদের মধ্যে নিম্নপদের চাকুরে থেকে উচ্চপদস্থ মন্ত্রীরাও রয়েছেন।