হিথ্রো বিমানবন্দরে তৃতীয় রানওয়ে হচ্ছে

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে সেখানে তৃতীয় রানওয়ে নির্মাণের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 01:15 PM
Updated : 25 Oct 2016, 01:15 PM

বিবিসি’র খবরে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তৃতীয় রানওয়ে নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার এ সিদ্ধান্তকে ‘বাস্তবেই গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেন যুক্তরাজ্যের যোগাযোগমন্ত্রী ক্রিস গ্রেলিং।

তিনি বলেন, “হিথ্রো বিমানবন্দরের এ সম্প্রসারণ বিশ্বের সঙ্গে যুক্তরাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং বাণিজ্য ও চাকরি ক্ষেত্রে সহায়ক হবে।”

হাউজ অব কমন্সে এক বিবৃতিতে গ্রেলিং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছে বিবিসি।

শ্রমিক ইউনিয়ন এবং ব্যবসায়ীদের সংগঠনগুলো মন্ত্রিসভার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

হিথ্রোর ব্যবস্থাপণা কর্তৃপক্ষ জানায়, তারা তৃতীয় রানওয়ের কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত।

রানওয়েটি হবে ‘সুন্দর, সাশ্রয়ী ও নিরাপদ’ এবং এই সম্প্রসারণ পুরো দেশের জন্য লাভজনক হবে বলেও মত তাদের।

যদিও লন্ডনের মেয়র সাদিক খান এ সিদ্ধান্তকে লন্ডন ও যুক্তরাজ্য উভয়ের জন্য ‘ভুল’ বলে মনে করেন।

কনজারভেটিভ এমপি জ্যাক গোল্ডস্মিথও হিথ্রো বিমানবন্দর সম্প্রসারণের বিপক্ষে। 

গ্রিনপিস ইউকে প্রধান জন সুভান বলেছেন, বিমানবন্দরটিতে তৃতীয় রানওয়ে হলে বায়ুদূষণ বেড়ে যাবে। এতে জনজীবন ক্ষতির মুখে পড়বে। তাছাড়া, সময় ও অর্থেরও অপচয় হবে।

বিমানবন্দর সম্প্রসারণ প্রস্তাব ওঠার পর একে ‘সর্বনাশা’ বলে বর্ণনা করে প্রস্তাব পাশ হলে পদত্যাগের হুমকি দিয়েছিলেন রিচমন্ড পার্ক আসনের প্রতিনিধি গোল্ডস্মিথ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন  এবং শিক্ষামন্ত্রী জাস্টিন গ্রিনিংও হিথ্রু বিমানবন্দর সম্প্রসারণের বিপক্ষে সবসময়ই  সরব ছিলেন।