সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি গাড়ি বিস্ফোরণে অন্ততপক্ষে একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 24 Oct 2016, 05:45 AM
Updated : 24 Oct 2016, 05:45 AM

রোববার বাস্তুচ্যুত মানুষদের একটি শিবিরের কাছে বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা ইবরাহিম এলমি রয়টার্সকে বলেন, “আমাদের বিশ্বাস এটি ছিল একটি আত্মঘাতী গাড়িবোমা। এর চালক গাড়িতেই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।”

মোগাদিশুর বনদেরি জেলায় এই বিস্ফোরণ ঘটে। আনারচিক কাউন্টিজুড়ে লড়াইয়ের কারণে ঘর-বাড়িহারা মানুষেরা বিস্ফোরণস্থলের কাছাকাছি স্থাপিত সাময়িক আশ্রয়শিবিরে আশ্রয় নিয়ে আছেন।

এখনো পর্যন্ত এই বিস্ফোরণের দায় কোনো গোষ্ঠী স্বীকার না করলেও আল-শাবাব জঙ্গিগোষ্ঠী সোমালিয়ায় ধারাবাহিক প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে।