আলোচনার জন্য পাকিস্তানে তালেবান প্রতিনিধিদল

শান্তি আলোচনা করতে তালেবানের কাতার রাজনৈতিক কার্যালয় থেকে পাকিস্তান সফরে গেছে একটি প্রতিনিধিদল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 02:59 PM
Updated : 23 Oct 2016, 02:59 PM

কাতারে আফগান ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবান গোষ্ঠীর অনানুষ্ঠানিক বৈঠকের কয়েকদিন পর এ সফরে যাচ্ছে প্রতিনিধিদলটি। এক বছরেরও বেশি সময় পর এটিই হচ্ছে প্রথম সরাসরি বৈঠক।

তালেবান কয়েকটি সূত্র বলেছে, তালেবান গোষ্ঠীর প্রয়াত প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ভাই মোল্লা আব্দুল মান্নান যুক্তরাষ্ট্র এবং আফগান কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তবে অনুষ্ঠানিক আলোচনা নতুন করে শুরুর আগে কোনও বিরতি হয়নি।

তালেবান প্রতিনিধিদলটি কাতার বৈঠকের ব্যাপারে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোকে ব্রিফিং দেবে এবং  সম্প্রতি পাকিস্তানে ঊর্ধ্বতন কমান্ডারদের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে অভিযোগ করবে বলে জানিয়েছেন দোহার এক ঊর্ধ্বতন সদস্য।

ওই কর্মকর্তা বলেন, মৌলভী শাহাবুদ্দিন দিলওয়ার, জান মোহাম্মাদ এবং আব্দুল সালাম হানাফির সমন্বয়ে গঠিত তিন সদস্যের প্রতিনিধিদলটি কাতার থেকে পাকিস্তানে গেছে এবং আরও অন্যান্য কয়েকজন তাদের সঙ্গে যোগ দিয়েছে।