ক‌্যামেরুনে ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ‌্যা বেড়ে ৭০

ক‌্যামেরুনে যাত্রী বোঝাই একটি ট্রেন লাইনচ‌্যুত হয়ে মৃত‌্যুবরণকারীর সংখ‌্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 09:01 AM
Updated : 23 Oct 2016, 09:01 AM

এ ঘটনায় আহত হয়েছেন ৬০০ জন ব‌্যক্তি।

বিবিসি বলছে, ট্রেন লাইনচ‌্যুত হওয়ার এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এরআগে শুক্রবার যাত্রী বোঝাই এই ট্রেন দুর্ঘটনায় অন্ততপক্ষে ৫৫ জনের মৃত‌্যু হয়েছে বলে জানানো হয়েছিল।

ক‌্যামরেইলের আন্তঃনগর ওই ট্রেনটি রাজধানী ইয়াউন্দি থেকে বন্দর শহর ডুয়ালা যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজধানী থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে ইসেকা শহরের কাছে ট্রেনটি লাইনচ‌্যুত হয়।

ট্রেনটির এক কামরায় থাকা বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিক বলেন, ইয়াউন্দি থেকে যাত্রা করার আগে রেলওয়ের একজন কর্মচারী তাকে জানিয়েছিল, যাত্রীদের জায়গা দেওয়ার জন‌্য ট্রেনটিতে অতিরিক্ত কয়েকটি বগি যুক্ত করা হয়েছে। তবে দুর্ঘটনায় এটি কোনো ভূমিকা রেখেছে কিনা তা পরিষ্কার হওয়া যায়নি।

ইয়াউন্দি থেকে ডুয়ালাগামী প্রধান সড়কপথের একটি অংশ ধসে পড়ায় সেটি বন্ধ হয়ে যায় এতে ট্রেনে যাত্রীদের চাপ বেড়ে যায়। একই দিনের এ দুটি ঘটনায় আফ্রিকার মধ‌্যাঞ্চলীয় দেশটির যোগাযোগ ব‌্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিদেশ সফররত দেশটির প্রেসিডেন্ট পল বিয়া তার অফিসিয়াল ফেইসবুক পৃষ্ঠায় লিখেছেন, “এই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়াদের পূর্ণ সহায়তা দিতে আমি সরকারকে নির্দেশ দিয়েছি।”