এভারেস্ট জয়ী প্রথম নারীর মৃত্যু

এভারেস্ট বিজয়ী প্রথম নারী জাপানের পর্বতারোহী জুনকো তাবেই মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 04:37 PM
Updated : 22 Oct 2016, 04:37 PM

বিবিসি জানায়, সাইতামা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৭ বছর বয়সী তাবেই। চার বছর আগে তার পেটে ক্যান্সার ধরা পড়ে।

১৯৭৫ সালের মে মাসে এভারেস্ট জয় করেন ৩৫ বছর বয়সী তাবেই। এরপর ১৯৯২ সালে বিশ্বের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ শেষ করেন তিনি।

এভারেস্ট জয়ের মাত্র ১২ দিন আগে তুষার ধসে চাপা পড়েছিলেন তাবেই। পরে একজন গাইড তাকে তুষারের নীচ থেকে টেনে তোলেন। তারপরও অভিযান বাতিল করেননি সাহসী এই নারী। সেখান থেকেই আবার পাহাড় চড়তে শুরু করেন এবং বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পা রাখেন।

সর্বশেষ এ বছর জুলাইয়ে মাউন্ট ফুজির চূড়ায় উঠেন তিনি। এ সময় তার সঙ্গী ছিল ২০১১ সালে ভূমিকম্প ও সুনামি আক্রান্ত জাপানের ফুকুশিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাবেইয়ের জন্ম ফুকুশিমায়।

২০১২ সালে জাপান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাবেই বলেন, “১৯৭০ এর দশকের জাপানের দিকে তাকান। তখনও এই ধারনাই বিস্তৃত ছিল, পুরুষরা বাইরে কাজ করবে আর নারীরা ঘরে কাজ করবে।”

“এমনকি যেসব নারীরা চাকরি করতেন.. তাদের শুধুমাত্র চা পরিবেশন করতে বলা হতো। ওই সময় নারীরা তাদের কর্মক্ষেত্রে উন্নতি করবে এটা চিন্তাও করা যেত না।”

নিজের অর্জন বিশ্ব জুড়ে যেভাবে সমাদৃত তাতে তিনি অত্যন্ত গর্বিত, বলেন তাবেই।