মসুলের আরও নিকটে ইরাকি বাহিনী

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) শেষ শক্ত ঘাঁটি মসুল পুনরুদ্ধার অভিযানের অংশ হিসেবে নিকটবর্তী খ্রিস্টান অধ্যুষিত একটি অঞ্চল থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিতাড়িত করেছে ইরাকের সেনাবাহিনী।

>>রয়টার্স
Published : 22 Oct 2016, 03:54 PM
Updated : 22 Oct 2016, 03:55 PM

গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সমর্থনে মসুল পুনরুদ্ধার অভিযান শুরু করে ইরাকের বিশেষ বাহিনী। বিমান হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সেনারা সম্মুখ যুদ্ধেও অংশ নিচ্ছে।

এদিকে মসুল অভিযানের মধ্যেই আকস্মিক সফরে বাগদাদ এসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। তিনি ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইরাকি বাহিনী মসুলের দক্ষিণপূর্বের কারাকশ অঞ্চলের কেন্দ্রভাগে প্রবেশ করেছে। তারা শহর জুড়ে আইএস নির্মূল অভিযান চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের একজন সেনা কর্মকর্তা জানান, কারাকশে বর্তমানে আইএস যোদ্ধার সংখ্যা একশোর কম।

খ্রিস্টান অধ্যুষিত প্রতিবেশী কারামলেস গ্রামে অভিযানের প্রস্তুতি চলছে বলও ওই বিবৃতিতে জানানো হয়।

২০১৪ সালে মসুলের নিয়ন্ত্রণ নেয় আইএস। এ সপ্তাহের শুরুতে ইরাকের বিশেষ বাহিনী কারাকশের উত্তরের বার্তেল্লা গ্রামের নিয়ন্ত্রণ নেয় বলে জানিয়েছে রয়টার্স।

২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর ইরাক অভিযানের পর মসুল অভিযান দেশটিতে সবচেয়ে বড় সংঘর্ষ হতে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে।