হিলারির প্রচারণা শিবিরের প্রধান কার্যালয়ে সন্দেহজনক ‘সাদা দ্রব‌্য’

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্নিনটনের প্রচারণা শিবিরের প্রধান কার্যালয়ে একটি খামে সন্দেহজনক ‘সাদা দ্রব‌্য’ পাওয়ার পর কার্যালয়টি খালি করে ফেলা হয়।

>>রয়টার্স
Published : 22 Oct 2016, 09:24 AM
Updated : 22 Oct 2016, 09:40 AM

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র জানান, দুজন স্বেচ্ছাসেবী ম‌্যানহ‌্যাটনের একটি প্রচারণা কার্যালয়ে প্রথম ওই দ্রব‌্যগুলো দেখতে পান, সেখান থেকে তারা ব্রুকলিনে হিলারি প্রচারণা শিবিরের প্রধান কার্যালয়ে সেগুলো নিয়ে যান।

এর পরপরই ব্রুকলিনের একটি ভবনের ১১ তলায় অবস্থিত ওই কার্যালয় থেকে সবাইকে সরিয়ে নেয় পুলিশ।

মোট চারজন ওই দ্রব‌্যের সংস্পর্শে এসেছেন বলে জানিয়েছে পুলিশ, তবে এতে তাদের কারো কোনো ক্ষতি হয়নি এবং তাদের কেউ অসুস্থ হয়েছেন বলেও কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ দ্রব‌্যগুলো পরীক্ষা করছে ও ঘটনাটি তদন্ত করে দেখছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।