সাইবেরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৯

সাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার তদন্তকারী কমিটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 05:14 AM
Updated : 22 Oct 2016, 05:25 AM

শনিবার কমিটির দেওয়া এক বিবৃতির বরাতে এনডিটিভি জানায়, শুক্রবার রাতে সাইবেরিয়ার নোভি উরেনগয় শহরের কাছে ২২ আরোহীসহ একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়, “প্রাথমিক তথ‌্যে ঘটনাস্থলেই ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।”

তদন্তকারীরা জানিয়েছেন, সাইবেরিয়ার ক্রাশনোয়ার্স্ক এলাকা থেকে উরেনগয় যাচ্ছিল হেলিকপ্টারটি।

উরেনগয় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটেছে, এমন খবর পাওয়ার কথা জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়।

দুর্ঘটনাস্থলে পৌঁছানো জরুরি বিভাগের কর্মীরা হেলিকপ্টারটির ভগ্নাবশেষ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করে নোভি উরেনগয়ের একটি হাসপাতালে ‍ভর্তি করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। ঘন কুঁয়াশার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলেও জানিয়েছে তারা।

গত বছর সাইবেরিয়ার ইগারকা টাউনের কাছে একই ধরনের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছিলেন।