নির্বাচনের ফল নাও মানতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বরের নির্বাচনে হেরে গেলে ফল নাও মেনে নিতে পারেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 04:06 PM
Updated : 20 Oct 2016, 05:42 PM

বুধবার ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েই মন্তব্য করেছেন।

তার এমন মন্তব্যকে ‘ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। ট্রাম্প অনেক দিন ধরেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছেন বলে মন্তব্য করেন হিলারি।

তৃতীয় এবং চূড়ান্ত প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প বলেন, নির্বাচনের ফল বৈধ কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি অপেক্ষা করবেন। আর বিষয়টি নিয়ে তিনি কৌতুহলেও রাখতে চান সবাইকে।

ট্রাম্পের এমন  মন্তব্যে মার্কিন গণতন্ত্রের ওপর সন্দেহের ছায়া পড়েছে বলে মন্তব্য করেছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।  সিএনএন ও বলেছে, ট্রাম্পের এ মন্তব্য মার্কিন গণতন্ত্রের মৌলিক আদর্শ পরিপন্থি।

হিলারি এ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এমন পথে চলে না। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়ে আসছে। নির্বাচনের ফল প্রার্থীরা সবক্ষেত্রে মেনেছে। নির্বাচনের সময় বিতর্কের মঞ্চে দাঁড়ানো যে কারো কাছ থেকে এটিই প্রত্যাশিত।

ট্রাম্পকে উদ্দেশ্য করে হিলারি আরও বলেন, “তিনি আমাদের গণতন্ত্রকে খাটো করছেন। আর প্রধান দুই রাজনৈতিক দলের একটির প্রার্থীর এমন অবস্থান নেওয়া দেখে আমি বিস্মিত।”