শেষ বিতর্কেও হিলারির জয়: সিএনএন/ওআরসি জরিপ  

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সর্বশেষ জরিপেও জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন।

>>রয়টার্স
Published : 20 Oct 2016, 05:44 AM
Updated : 20 Oct 2016, 06:13 AM

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে স্থানীয় সময় বুধবার রাতে অনুষ্ঠিত এই বিতর্কের পর সিএনএন ও ওআরসি-র করা এক তাৎক্ষণিক জরিপে হিলারি জয় পেয়েছেন বলে রায় দেন ৫২ শতাংশ অংশগ্রহণকারী।

এ নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের তিনটি বিতর্কের তিনটিতেই জয় পেয়ে জয়ের হ্যাট্রিক করলেন হিলারি।

বিতর্ক দেখেছেন এমন ৫২ শতাংশ ভোটার হিলারি ভালো করেছেন বলে মনে করেন, অপরদিকে ৩৯ শতাংশ মনে করেন ট্রাম্প ভালো করেছেন।

আগের দুটি বিতর্কের তুলনায় এবার ট্রাম্প অনেক ভাল করেছেন, অপরদিকে আগের তুলনায় হিলারির পিছিয়েছেন।

প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর প্রথম বিতর্ক যারা দেখেছেন তাদের ৬২ শতাংশ হিলারি জয় পেয়েছেন বলে জানিয়েছিলেন, অপরদিকে ট্রাম্পের পক্ষ সমর্থন করেছিলেন মাত্র ২৭ শতাংশ।

৯ নভেম্বরের দ্বিতীয় বিতর্কে হিলারির পক্ষে রায় দিয়েছেন ৫৭ শতাংশ, অপরদিকে ট্রাম্পের পক্ষে ৩৪ শতাংশ।

প্রথম দুটি বিতর্কের তুলনায় লাগ ভেগাসের বিতর্ক তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।

এই বিতর্ক দেখেছেন এমন ৫০ শতাংশ দর্শক মনে করেন, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে হিলারি তাদের সঙ্গে সহমত হয়েছেন; অপরদিকে ৪৭ শতাংশ ট্রাম্প সহমত হয়েছেন বলে জানিয়েছেন।

তবে ইস্যুগুলো ভালোভাবে ‍বুঝতে পেরেছেন এমন বিবেচনায় হিলারির পক্ষে কথা বলেছেন ৬১ শতাংশ দর্শক, ট্রাম্পের পক্ষে ৩১ শতাংশ।

৫৯ শতাংশ দর্শক মনে করেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য হিলারির প্রস্তুতি ভালো, অপরদিকে ট্রাম্পের প্রস্তুতিকে ভালো বলেছেন ৩৫ শতাংশ দর্শক।

হিলারিকে আক্রমণে ট্রাম্প বেশি সময় ব্যয় করেছেন বলে মনে করেন ৬০ শতাংশ দর্শক, অপরদিকে বিপরীত মত দিয়েছেন ২৩ শতাংশ। হিলারির প্রতি ট্রাম্পের আক্রমণকে অন্যায্য বলেছেন ৪৩ শতাংশ দর্শক, বিপরীত মত ৩৪ শতাংশের। 

তাৎক্ষণিক এই জরিপে ৫৪৭ জন রেজিস্ট্রার ভোটার অংশগ্রহণ করেছেন।