আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে ৫ মার্কিনি হতাহত

আফগানিস্তানে সেনাবাহিনীর পোশাক পরা বলে কথিত এক বন্দুকধারীর গুলিতে দুই মার্কিন উপদেষ্টা নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 20 Oct 2016, 04:30 AM
Updated : 20 Oct 2016, 04:44 AM

বুধবার কাবুলের বাইরে একটি সামরিক ঘাঁটির কাছে এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন, জানিয়েছেন কর্মকর্তারা।

নিহত মার্কিনিদের মধ্যে একজন সামরিক বাহিনীর সদস্য ও অপরজন বেসামরিক এবং আহতদের মধ্যে একজন সামরিক বাহিনীর সদস্য ও অপর দুজন বেসামরিক বলে জানিয়েছে কাবুলের যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড।

এক বিবৃতিতে তারা বলেছে, “জোট বাহিনীর একটি ঘাঁটির কাছে এক আততায়ীর হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন, পরে ওই আততায়ীও নিহত হয়েছেন।” 

নিহত মার্কিন নাগরিকরা আফগান নিরাপত্তা বাহিনীগুলোকে ‘প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগীতা দেওয়ার নেটোর বৃহত্তর মিশনের অংশ হিসেবে’ দায়িত্বপালন করছিলেন বলে বিবৃতিতে বলা হয়।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের বাইরে ক্যাম্প মোর্শেদ ঘাঁটির কাছে আফগান সামরিক বাহিনীর একটি অস্ত্রাগারের গেইটে থাকা আমেরিকানদের গুলি করে ওই নিঃসঙ্গ বন্দুকধারী।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দওলত ওয়াজিরি জানিয়েছেন, আন্তর্জাতিক সেনারা কাবুলের একটি ঘাঁটি পরিদর্শনের সময় সকাল ১১টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

“সন্দেহভাজন হামলাকারীর পরিচয় শনাক্ত করা না গেলেও বিভিন্ন প্রতিবেদনের সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, সে আফগান সেনাবাহিনীর পোশাকে ছিল”, বলেন দওলত।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করছেন তারা।