ক্যান্সার চিকিৎসায় যুগান্তকরী ওষুধ

ক্যান্সার রোগের চিকিৎসায় একটি ইমিউনোথেরাপি ওষুধ ‘যুগান্তকারী পরিবর্তন' আনবে বলে আশা প্রকাশ করছেন বিজ্ঞানীরা।

নিউ জডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2016, 03:27 PM
Updated : 9 Oct 2016, 03:27 PM

এক গবেষণায় মস্তিষ্ক ও গলার ক্যান্সারে আক্রান্তদের নিভোলুমাব নামের একটি ইমিউনোথেরাপি ওষুধ দেওয়া হয়।

গবেষকরা দেখেন, কেমোথেরাপি দিয়ে যাদের চিকিৎসা দেওয়া হয়েছে তাদের তুলনায় যাদের নিভোলুমাব দেওয়া হয়েছে তারা বেশি দিন বেঁচে ছিলেন।

আরেক গবেষণায় দেখা যায়, কিডনির ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে যারা নিভোলুমাবের সঙ্গে আরেকটি একটি ওষুধ গ্রহণ করেছেন তাদের টিউমারও ধীরে ধীরে সঙ্কুচিত বা ছোট হয়ে গেছে।

ইমিউনোথেরাপি ড্রাগের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও   বেশি শক্তিশালী করা যায়। এত দেহে সুপ্ত ক্যান্সার কোষগুলো ধ্বংস হয়ে যায়।

মস্তিষ্ক ও গলার ক্যান্সারে আক্রান্ত রোগীদের খুব কমই এক বছরের বেশি সময় বেঁচে থাকে।

নিভলুমাব নিয়ে পরীক্ষায় সাড়ে তিনশ’র বেশি মস্তিষ্ক ও গলার ক্যান্সারে আক্রান্ত রোগী অংশ নেয়।

পরীক্ষায় দেখা যায়, যেসব রোগী কেমোথেরাপি নিয়েছেন তাদের এক বছরের বেশি সময় বেঁচে থাকার হার শতকরা ১৭ শতাংশ। যেখানে নিভলুমাব দিয়ে চিকিৎসা করা রোগীদের ক্ষেত্রে এই হার ৩৬ শতাংশ।

ইমিউনোথেরাপিতে রোগীদের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও কম হয়।

ইউরোপিয়ান ক্যান্সার কংগ্রেসে নিভলুমাব ওষুধ নিয়ে চালানো এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।