ভারতীয় সিনেমা ‘নিষিদ্ধ’ পাকিস্তানে

পাকিস্তানের সিনেমা প্রদর্শক ও পরিবেশক গোষ্ঠী ভারতীয় সিনেমা দেখানো বন্ধের ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 03:38 AM
Updated : 1 Oct 2016, 03:58 AM

পাকিস্তানি সেনাবাহিনীর প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

বিবিসি বলছে, লাহোর, করাচি এবং ইসলামাবাদে এই ঘোষণা দেওয়া হয়।

সম্প্রতি কাশ্মির ইস্যুতে প্রতিবেশি এই দেশদুটির মাঝে সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ।

বৃহস্পতিবার ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের একটি গোষ্ঠী এবং চলচ্চিত্র প্রযোজক সংস্থা বলিউডে পাকিস্তানি অভিনয়শিল্পীদের কাজ করা নিষিদ্ধ করে।

অন্ততপক্ষে ডানপন্থি একজন জাতীয়তাবাদী রাজনীতিবিদ পাকিস্তানি অভিনয়শিল্পীদের ভারত থেকে চলে যেতে বলেন।

পাকিস্তানে বলিউডের চলচ্চিত্র অত্যন্ত জনপ্রিয়। দেশটির নিজেদের চলচ্চিত্র নির্মাণ শিল্পের অবস্থা অত্যন্ত নাজুক।

পাকিস্তানের সিনেমা প্রযোজক ও প্রদর্শকদের সবচে বড় গোষ্ঠী দাবি করেছে, অন্ততপক্ষে কয়েকসপ্তা কিংবা যতদিন না দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে ততদিন তারা ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন থেকে বিরত থাকবেন।

স্বতঃস্ফূর্তভাবে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

তবে এরফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলেও স্বীকার করেছেন। কারণ পাকিস্তানে বলিউডের চলচ্চিত্র অত্যন্ত জনপ্রিয়।