‘বাবা-মাকে খুনের পর তা ঢাকতে ১৭ প্রতিবেশীকে হত্যা’

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে এক তরুণ বাবা-মাকে হত্যার পর তা ঢাকতে ১৭ প্রতিবেশীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 07:48 PM
Updated : 30 Sept 2016, 07:48 PM

সিনহুয়ার বরাত দিয়ে শনিবার বিবিসি বলছে, টাকা-পয়সা নিয়ে বিরোধ থেকে বাবা-মাকে হত্যা করেন ২০-এর কোটায় থাকা ইয়াং কিংপেই।

এরপর তিনি বাড়ির আশপাশের ছয়টি পরিবারের যে ১৭ জনকে হত্যা করেন তাদের মধ্যে সবার ছোটজনের বয়স তিন বছর, আর সবচেয়ে বেশি ৭২ বছরের বৃদ্ধ।

ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে বৃহস্পতিবার ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। তার আগের দিন তিনি প্রত্যন্ত ওই গ্রামে গিয়েছিলেন।

প্রতিবেশীদের কীভাবে হত্যা করা হলো সে বিষয়ে কিছু জানায়নি সিনহুয়া।

সাধারণ মানুষের আগ্নেয়াস্ত্র প্রাপ্তিতে কড়াকড়ি থাকা চীনে এ ধরনের হত্যাকাণ্ডের নজির খুব একটা নেই বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।