চুরি যাওয়া ‘ভ্যান-গ্যগ’ চিত্রকর্ম ইতালিতে উদ্ধার

ভ্যান-গ্যগের চুরি যাওয়া বিখ্যাত দুটি চিত্রকর্ম উদ্ধার করেছে ইতালির পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 03:41 PM
Updated : 30 Sept 2016, 03:41 PM

২০০২ সালে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের জাদুঘর থেকে চুরি হয়ে গিয়েছিল ছবি দু’টি।

ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলস শহরে মাফিয়া-বিরোধী অভিযান চালিয়ে মাফিয়াদের কাছ থেকে এগুলো উদ্ধার করেছে পুলিশ।

বিবিসি’র খবরে বলা হয়, ইতালির কৌঁসুলিদের এবং সংগঠিত অপরাধ কর্মকর্তাদের বড় ধরনের তদন্তের বদৌলতেই শিল্পকর্ম দু’টি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আমস্টারডামের ‘ভ্যান গ্যগ’ মিউজিয়াম কর্তৃপক্ষ।

চোররা একটি মই ব্যবহার করে এই জাদুঘরেরই কিছু অংশ ভেঙে ভেতরে ঢুকে ছবি দুইটি চুরি করেছিল।

ছবি দু'টি ১০ কোটি ডলার মূল্যের সম্পদ বলে জানিয়েছেন তদন্তকারীরা। জাদুঘর থেকে এ মূল্যবান সম্পদ চুরি যাওয়ায় জাদুঘরটির নিরাপত্তা ব্যবস্থা সমালোচনার মুখে পড়েছে।