বিবিসি রেডিও’র পরিচালক হেলেন বোডেনের পদত্যাগ

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) রেডিও’র পরিচালক হেলেন বোডেন পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 01:41 PM
Updated : 30 Sept 2016, 04:24 PM

‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, শুক্রবার সকালেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। তিন দশকেরও বেশি সময় পর বিবিসি ছেড়ে যাচ্ছেন বোডেন।

সাংবাদিকতার বর্তমান অবস্থার সমালোচনা করে বোডেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। সংবাদিকতায় সময় ও সম্পদ বিনিয়োগ না করার সমালোচনা করেন তিনি।

বোডেন বলেন, সাংবাদিকতার পরিসর বিস্তৃত তো বটে, কিন্তু নিরপেক্ষ, নির্ভুল সংবাদ, বিশেষজ্ঞ এবং তথ্যপ্রমাণের জন্য অনেক সময় এবং প্রচুর সম্পদের প্রয়োজন।

গত ফেব্রুয়ারিতে বিবিসি’রবার্তা প্রধান হেলেন বোডেন রেডিও’র পরিচালক হিসেবে যোগ দেন।

রেডিও বিভাগে কাজের অভিজ্ঞতাসম্পন্ন বোডেন যৌন কেলেঙ্কারির মুখে পদত্যাগ করা জিমি স্যাভিলের স্থলাভিষিক্ত হয়েছিলেন।