দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সুদান: অ্যামনেস্টি

সুদান সরকারের বিরুদ্ধে দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 11:23 AM
Updated : 29 Sept 2016, 11:23 AM

সংস্থাটি বলছে, জানুয়ারি থেকে দারফুরের জেবেল মাররা এলাকায় অন্তত ৩০বার রাসায়নিক অস্ত্র হামলায় শিশুসহ আড়াইশ’ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তরা রক্তবমি, শ্বাসকষ্টে ভুগে কিংবা চামড়ায় ফেসকা পড়ে মারা গেছে।

হামলায় ব্লিস্টার রাসায়নিক উপাদান সমৃদ্ধ অস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেছে অ্যামনেস্টি।

বিবিসি জানায়, সবচেয়ে সাম্প্রতিক হামলাটি হয়েছে ৯ সেপ্টেম্বরে।

অ্যামনেস্টি স্যাটেলাইট ছবি, ২শ’ টির বেশি সাক্ষাৎকার এবং আক্রান্তদের ক্ষতের ছবির বিশ্লেষণের ভিত্তিতে বিষয়টি তদন্ত করেছে বলে জানিয়েছে।

সংস্থাটির ক্রাইসিস রিসার্চ পরিচালক তিরানা হাসান বলেন, “রাসায়নিক অস্ত্র ব্যবহার একটি যুদ্ধাপরাধ। আমরা যেসব প্রমাণ সংগ্রহ করেছি সেগুলো বিশ্বাসযোগ্য এবং এ থেকে এমন এক শাসকগোষ্ঠীর চিত্র ফুটে উঠেছে যারা আন্তর্জাতিক প্রতিক্রিয়ার তোয়াক্কা না করে সাধারণ মানুষের ওপর সরাসরি এ ধরনের হামলা চালাতে চায়।”

সুদান সরকার এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

গত ১৩ বছর ধরে দারফুরে সুদান সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে। বহির্বিশ্বের চাপে ২০০৪ সাল থেকে সাধারণ মানুষ নিহতের হার কিছুটা কমেছে।

তবে অ্যামনেস্টি প্রকাশিত নতুন প্রতিবেদন বলছে, “পরিস্থিতি এখনও বদলায়নি।”