গুলেনকে হস্তান্তরে দ্রুত সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র: তুর্কি মন্ত্রী

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত ইসলাম ধর্মীয় তুর্কি নেতা ফেতুল্লাহ গুলেনকে গ্রেপ্তারে তুরস্ক যে দাবি জানিয়েছে সে ব্যাপারে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে মার্কিন কর্মকর্তারা।

>>রয়টার্স
Published : 29 Sept 2016, 05:38 AM
Updated : 29 Sept 2016, 05:38 AM

বুধবার তুর্কি আইনমন্ত্রী বাকির বোজদাগ এই তথ্য জানিয়েছেন।

তুর্কি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আইনমন্ত্রী বোজদাগ এই দাবি করেছেন।

তুরস্কে গেল ১৫ জুলাই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মূল হোতা হিসেবে গুলেনকে দায়ী করে আসছে দেশটির সরকার।

তুরস্ক চায় যুক্তরাষ্ট্রের পেনসালভানিয়ায় বসবাসকারী গুলেনকে তাদের কাছে হস্তান্তর করা হোক। অভ্যুত্থানের পরিকল্পনাকারী হিসেবে তুরস্ক গুলেনের বিচার করতে চায়।

তবে ৭৫ বছর বয়সী গুলেন ওই অভ্যুত্থানের সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন।

ওয়াশিংটন বরাবরই বলে আসছে, নেটোভুক্ত তুরস্কের সঙ্গে এই ব্যাপারে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। গুলেনকে ফেরৎ পাঠানোর ব্যাপারে তুরস্কের অনুরোধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আইনি শর্তাদি পূরণ সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।